মুল্য ১১ কোটি ১০ লক্ষ টাকা
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের ‘ইয়াবার ঘাঁটি’ খ্যাত নাজিরপাড়া থেকে ১১ কোটি ১০ লক্ষ টাকা মুল্যের ৩ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) স্বয়ং এ অভিযানের নেতৃত্ব দেন। তবে এ অভিযানে ইয়াবা চোরাচালানী আটক হয়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফস্থ উত্তর মন্ডলপাড়া রাস্তার পাশে সুপারি-নারিকেল বাগানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) এর নেতৃত্বে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহলদল ১২ এপ্রিল ভোররাত ৪.৩০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করে ওঁৎ পেতে থাকে। এসময় টহলদল কয়েকজন লোককে সুপারি-নারিকেল বাগানে অবস্থান করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা ব্যবসায়ীরা দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল উক্ত বাগানে তল্লাশী করে একটি ঝোঁপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’। ##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।