এস.এম. তারেক, ঈদগাঁও:
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলীতে গায়ে পেট্রোল ছিটিয়ে মা, ভাই, ভাবী ও ভাইপোসহ অগ্নিদগ্ধ ৪ জনের মধ্যে সর্বশেষ ভাবী আশুরা বেগমও মারা গেছেন।

১২ এপ্রিল বিকেল ৫ টা’র দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে আশুরা বেগমের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন ওয়ার্ড মেম্বার কলিম উল্লাহ ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার। উল্লেখ্য, মৃত আশুরা বেগমের আপন দেবর মানসিক ভারসাম্যহীন আবদুর রশিদ প্রকাশ ভুলাইয়া গত ২২ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টা’য় নিজের ব্যবহৃত মোটর সাইকেল থেকে পেট্রোল নিয়ে আহতদের শরীরে নিক্ষেপ করার পর গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে অগ্নিদদ্ধ চারজনের শরীরের বিভিন্ন স্থান পুড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। ঠিক কি কারণে ঘাতক ভুলাইয়া নিজের মা, ভাই, ভাবী ও ভাইপোর উপর এ বর্বরতম ঘটনা ঘটিয়েছে সে রহস্য আজো উ˜্ঘাটিত হয়নি। ঘাতক ভূলাইয়া বর্তমানে জেলে আটক রয়েছে।