চবি সংবাদদাতা:

‘জঙ্গি-নির্মূল চেতনায় শাণিত বৈশাখ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে বর্ণিল আয়োজনে ক্যাম্পাসে পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ উদযাপন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় থাকছে-১৩ এপ্রিল ২০১৭ তারিখ বিকেল ৩ টায় চট্টগ্রাম শহরস্থ বাদশা মিয়া সড়কে অবস্থিত চ.বি. চারুকলা ইনস্টিটিউট হতে র‌্যালি। পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ ১৪ এপ্রিল সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ১নং গেইট গোল চত্বর থেকে বৈশাখি র‌্যালি, সকাল ৯.৩০ মি. জারুল তলায় মূল মঞ্চে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

পরে মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফকির শাহাবউদ্দিন। এছাড়াও থাকছে বলি খেলা, পুতুল নাচ, হা-ডু-ডু খেলা, বউচি খেলা, লাঠি খেলা এবং দিনব্যাপি বৈশাখি মেলা।