ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় ৬০টি ইয়াবা বডিসহ মো. নেজাম উদ্দিন (২৫) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার (১০এপ্রিল) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এএসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার টইটং ইউনিয়নের মৌ. হাছানের জুম এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬০টি ইয়াবা বডি উদ্ধার করে পুলিশ। আটক যুবক একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।