আজিজুর রহমান রাজু :

অসহনীয় তাপ নেই। যদিও সূর্যের দেখা মিলেছে। সূর্যাস্তের সাথে সাথে কক্সবাজারের চারপাশ ঘন কুয়াশা থাকায় শীতে তীব্রতা বেড়েই চলেছে।
এমন পরিস্থিতিতে অসহায় মানুষগুলোকে স্বস্তি দিতে মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিট।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ও রাতে প্রায় ৯০০ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।

আরও উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সেক্রেটারি একেএম রাশেদ হোছাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য দিদারুল হক সিকদার, এএইচ এম ইফতেখারুল ইসলাম,আবু জাফর সিদ্দিকী, মোঃ গিয়াস উদ্দিন, ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম,যুব প্রধান আশরাফ হোসেন হৃদয় ও যুব সদস্যবৃন্দ।