মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ৭ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক ১১৮ টি ভোট কেন্দ্রে ৯৭৬০৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

বিজয়ী আশেক উল্লাহ রফিক এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন নোঙর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা পেয়েছেন মোট ৩৫৬১২ ভোট। ২ জনের ব্যাবধান ৬১৯৯২ ভোট।

এ আসনে মোট ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন ভোটার রয়েছে। মোট কাস্ট হয়েছে ১৩৫৫৬৮ ভোট। তারমধ্যে, বাতিল হয়েছে ১৫৪২ ভোট। মোট বৈধ ১৩৪০২৬ ভোট। মোট ভোটের তুলনায় কাস্টিং ভোটের হার ৩৮’৯৪% ভাগ।

কক্সবাজার-২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে আশেক উল্লাহ রফিক এবং মোহাম্মদ শরীফ বাদশা ব্যতীত বাকী ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান মতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বহাল রাখতে হলে মোট কাস্টিং ভোটের আট ভাগের একভাগ অর্থাৎ ১২’৫০% ভাগ ভোট পেতে হবে। সে অনুযায়ী কক্সবাজার-২ আসনে ১৬৯৪৬ ভোটের নীচে যাঁরা ভোট পেয়েছেন তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস : প্রতীক-মিনার (প্রাপ্ত ভোট- ২৭৬)। ইসলামী ফ্রন্টের মোহাম্মদ জিয়াউর রহমান : প্রতীক-চেয়ার (প্রাপ্ত ভোট- ২২৪)। বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন : প্রতীক-একতারা (প্রাপ্ত ভোট-১৬০)। এনপিপি’র মাহাবুবুল আলম : প্রতীক-আম (প্রাপ্ত ভোট-১৪৮)।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। মোট বুথ সংখ্যা ৭৪০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৩৪৯ টি। মহিলা বুথ ৩৯১ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

কক্সবাজার-২ আসনে মহেশখালী উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬০৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৭৫৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১ টি।

কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৫০ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ৪৫ হাজার ২৭ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৭ টি।