প্রেস বিজ্ঞপ্তি:
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম – সিইএইচআরডিএফ এর উদ্যোগে কক্সবাজার সদরের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬ অনুযায়ী জলবায়ু ক্ষমতায়নের কর্মের অংশ হিসাবে শিক্ষার্থীদের সাথে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কক্সবাজার সদর এরিয়ার উদ্যোগে আয়োজিত এ সংলাপের আয়োজকরা জানান, সংলাপটির জলবায়ু স্বাক্ষরতার প্রচারণা ও জলবায়ু অ্যাকশন তরুণের অংশগ্রহণকল্পে অনুষ্ঠিত হয়েছে।
সংলাপের মূল অধিবেশনে সিইএইচআরডিএফ দল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধারণা, প্রক্রিয়া, প্রভাব, ফলাফল, বাংলাদেশে প্রভাব, কক্সবাজারের মতো উপকূলীয় এলাকায় প্রভাব, প্রভাব প্রশমনে রাষ্ট্রীয় উদ্যোগ, যুবদের অংশগ্রহণ এবং সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে।
সংলাপ শেষে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্যাম্পেইন করা হয়। এসময় সিইএইচআরডিএফ বিশ্বব্যাপী জলবায়ু সংকটের প্রভাব মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ, বাংলাদেশসহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত বিশ্বের ন্যায়বিচারের দাবি এবং মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল আচরণের আহ্বান জানায়।
সংলাপের অধিবেশন পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা। সেশন নেন ফিল্ড সচিব (সমন্বয়) মাহবুবুর রহমান, সেক্রেটারি (কক্সবাজার মেট্রোপলিটন) হুমায়ুন কবির, সেক্রেটারি(কক্সবাজার সদর এরিয়া) এমদাদুল হক, ক্যাম্পাস সমন্বয়কারী সুমাইয়া আল মারোয়ান।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সভায় সভাপতিত্ব করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।