জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয়:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন গত ১৫ অক্টোবর।

আজ ৪ নভেম্বর (২০২৩) শনিবার সকাল নয়টা ৮ মিনিটে নতুন উপাচার্য হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক মাকসুদ কামাল সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন ।অধ্যাপক মো. আখতারুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে গতকাল ৩ নভেম্বর।

দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো -উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল, বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

দায়িত্ব গ্রহণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সবার উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গত বুধবারে আমাকে ডেকেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ভালোভাবে চালানোর জন্য।তিনি আরো বলেছেন ,” এই বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি চাই এ বিশ্ববিদ্যালয় বিশ্ব শিক্ষার মানচিত্রে ভিন্ন উচ্চতায় যাক”।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের অতীত তুলে ধরে তিনি বলেন,”ব্যক্তিগতভাবে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক সকল দায়িত্বে ছিলাম। অতীতের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ‌। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে এদেশের গত একশ বছরে এ প্রতিষ্ঠানের অনেক অবদান আছে।

নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। এর পূর্বে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

অধ্যাপক মাকসুদ কামাল গত বছরের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল ২০০০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগ দেন। একই বিভাগে ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কাজ করেন। মাকসুদ কামাল ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

অধ্যাপক মাকসুদ কামাল ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিটিটি) থেকে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে সভাপতি ও তিন মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিন মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ছিলেন।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাড়ি লক্ষ্মীপুর সদরে । তাঁর বড় ভাই সদ্য প্রয়াত এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর সদর আসনের এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।