শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার নিয়ে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। এসময়ে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসবের কুশল বিনিময় করেন, ঝুড়ি ভর্তি ফল উপহার ও মিষ্টি
বিতরণের মাধ্যমে পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন এবং নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন ।

থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম (বার) স্যার এবং কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার) স্যার এঁর পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া, শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে পালনে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। এতে কেউ নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা। এছাড়া যে কোন নাশকতা ঠেকাতে আমি ও আমার পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা, থানার উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কান্তি শীল, সাধারণ সম্পাদক রাজীব সেন প্রমুখ।

উল্লেখ্য, এবছর উপজেলায় ৪৪টি শারদীয় দুর্গা পূজা হতে যাচ্ছে তার মধ্যে ঘট ৩১টি এবং ১৩টি প্রতিমা অনুষ্ঠিত হচ্ছে।