প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের চকরিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক যথাক্রমে আবদুল মজিদ (জাতীয় দৈনিক মানবকন্ঠ ও স্থানীয় দৈনিক ইনানী), ওমর আলী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক বাঁকখালী), ইকবাল ফারুক (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বদেশ) এবং এ.কে.এম বেলাল উদ্দিনকে (দৈনিক ভোরের আকাশ ও The Daily industry) মাওলানা দেলোয়ার হোছাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে সৃষ্ট নিন্দনীয় ঘটনার মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- চকরিয়া সাংবাদিক সোসাইটির সভাপতি জহিরুল আলম সাগর, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম রাহি, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম শামিম ও অর্থ সম্পাদক সাঈদী আকবর ফয়সাল, সদস্য জাকরিয়া খাঁন প্রমুখ । এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, চকরিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে ফোরকান নামের এক ব্যক্তি নিহত হয়। তা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে । উক্ত ঘটনায় উল্লেখিত চার জন সাংবাদিককে মামলায় জড়িত করা হয়েছে ।


নেতৃবৃন্দরা মনে করেন, চকরিয়ায় প্রেস-পুলিশ-প্রশাসন সম্পর্ক বরাবরই সুন্দরের মানদণ্ডে বিদ্যমান। এই পরিবেশ বজায় রাখতে অবিলম্বে এই চার সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দিতে জোর দাবি জানান।