ইমাম খাইর, সিবিএনঃ
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুতুপালং ক্যাম্প-৬ থেকে তাকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক।

তিনি জানান, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ের সামনে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

এ ঘটনায় ২৫ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা করেন ছোট ভাই হাবিবুল্লাহ। যার নং-১২৬/২০২১।

মুহিবুল্লাহ মিয়ানমারের মংডুর সিকদার পাড়ায় ১৯৭৪ সালের ১৮ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফজল আহমদ, মাতার নাম উম্মুল ফজল। তিন ভাই, চার বোনের মধ্যে মুহিবুল্লাহ সবার বড়। মুহিবুল্লাহ বিবাহিত এবং ৯ সন্তানের জনক। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার সূত্রে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১, ইস্ট ২ নম্বর কেন্দ্রে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।