নিজস্ব প্রতিবেদক:
ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলার বিভিন্ন মঠ-মন্দির ও দু:স্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের সম-অধিকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সনাতনী সম্প্রদায়ের মঠ-মন্দিরের উন্নয়নের পাশাপাশি দু:স্থ মানুষের মাঝেও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিত ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৭টি মঠ-মন্দির ও শ্মশান এবং ১৮ জন দু:স্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।