ইমাম খাইর, সিবিএন:
বিসিক কক্সবাজার জেলা কার্যালয়ের অধীনে ৫ দিন ব্যাপী নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এতে চকরিয়া, রামু ও কক্সবাজার এলাকার ২৫ জন নারী শিল্পোদ্যোক্তা অংশ গ্রহণ করে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ মোশতাক হাসান। প্রশিক্ষণার্থী নারীদের সনদও বিতরণ করেন তিনি।

বিসিক কক্সবাজার জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- বিসিকের পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মোঃ আতাউর রহমান সিদ্দিকী এবং উপকরণ শাখার উপ-মহাব্যবস্থাপক মুহম্মদ হাফিজুর রহমান।

এতে সহকারী মহাব্যবস্থাপন মো. রিদওয়ানুর রশিদসহ বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রশিক্ষণার্থী নারী শিল্পোদ্যোক্তা শাহরিন জাহান ইফতা রচিত বই ‘রসনাবিলাস’ নারী শিল্পোদ্যোক্তাদের পক্ষে চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করা হয়।

উল্লেখ্য, জেলায় প্রতি ব্যাচে ২৫ জন করে ১৫০ জন শিল্পোদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবে বিসিক। সেখানে প্রথম ব্যাচটি নারীদের নিয়ে। আরো ৫টি ব্যাচ প্রশিক্ষণ পাবে।