ইমাম খাইর, সিবিএনঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক চুনতী গ্রামের আশেকে রাসুল (স.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা (রাহ.) প্রবর্তিত ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক ৫১তম মাহফিলে সিরাতুন্নবী (স.) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

চুনতীর শাহ্ মঞ্জিল সীরাত ময়দানে মাহফিল অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এই মাহফিলকে সফল করার লক্ষ্যে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বড়বাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম শাহ্ সাহেব কেবলার দৌহিত্র ও ১৯ দিন ব্যাপী সিরাতুন্নবী (স.) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মোহাম্মদ ইবনে দীনার নাজাত।

শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির আহবায়ক ব্যবসায়ী নেতা মোস্তাক আহমেদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুনতী হাকিমিয়া, কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, বর্তমান অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জেবর মুলক, কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান, চুনতীর অন্যতম খাদেম মসিহুল আজিম খান ছিদ্দিকী, চুনতী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম, কক্সবাজার আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরী, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক।

বড়বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন- বড়বাজার আল আকসা বিজনেস সোসাইটির সভাপতি হাসান তালুকদার, কক্সবাজার শহরের গাড়ির মাঠ জামে মসজিদের খতীব মাওলানা মোতাহেরুল ইসলাম, ঝাউতলা জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল হক, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামু, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ব্যবসায়ী নেতা নুরুল আমিন।

সীরাত মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করতে…
চলতি হিসাব নং-২০৫০১৫৬০১০০১০০৭০৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোহাগাড়া শাখা।
অথবা
০১৮১৯-৮২২৩২৮ (বিকাশ) ও ০১৭৫১-৯৬৩৮১৯ (নগদ)।