প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়া উপজেলার অন্যতম অরাজনৈতিক সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন “ছেপটখালী তরুণ ছাত্র সংঘ” এর পক্ষ থেকে কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে অধ্যয়ন বিমুখ শিক্ষার্থীদের পড়ালেখার গতি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রথম বারের মত পাঁচটি বিষয়ের (ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলা ব্যাকরণ ও সাহিত্য, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান বাংলাদেশ, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক) নির্দিষ্ট সিলেবাসের উপর এক চমকপ্রদ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। একই সাথে ৫ টি প্রাথমিক বিদ্যালয় ৩টি উচ্চ বিদ্যালয় ২টি দাখিল মাদরাসা ও ৭ জন অবসরপ্রাপ্ত প্রাথমিক প্রধান শিক্ষকবৃন্দদের সংবর্ধনা দেওয়া হয়েছে৷

শনিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে ১১ টায় শেষ হয়, একই দিন বিকেল ৩ টায় পরীক্ষা নিয়ন্ত্রক ও খাতা মূল্যায়ন কমিটি ফলাফল ঘোষণা করেন৷ সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১০ জনকে দেয়া হয় আকর্ষণীয় পুরষ্কার৷ বিজয়ী ১০ জনের তালিকাঃ ১ম স্থান- হালিমাতুছ সাদিয়া (সি.এম. উপকূলীয় উচ্চ বিদ্যালয়), ২য় স্থান- মোঃ রফিক উল্লাহ (সি. এম. উপকূলীয় উচ্চ বিদ্যালয়), ৩য় স্থান- হালিমা খাতুন সুমাইয়া (সি. এম. উপকূলীয় উচ্চ বিদ্যালয়), ৪র্থ স্থান- মোঃ রিদুয়ান (শামলাপুর উচ্চ বিদ্যালয়), ৫ম স্থান- রিফা আক্তার (বাহারছড়া গার্লস স্কুল), ৬ষ্ঠ স্থান- মোঃ শামসুদ্দিন (কক্সবাজার সরকারি কলেজ), ৭ম স্থান- রুবি আক্তার (জাহাজপুরা মডেল উচ্চ বিদ্যালয়), ৮ম স্থান- সুমাইয়া ইয়াছমিন (শামলাপুর উচ্চ বিদ্যালয়), ৯ম স্থান- মোঃ তুহিন উদ্দিন (শামলাপুর উচ্চ বিদ্যালয়), ১০ম স্থান- দিলরোফা আক্তার সুমি (সি. এম. উপকূলীয় উচ্চ বিদ্যালয়)৷

সংবর্ধিত ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে – সোনার পাড়া দাখিল মাদরাসা, সোনার পড়া উচ্চ বিদ্যালয়, সি. এম. উপকূলীয় উচ্চ বিদ্যালয়, শামলাপুর উচ্চ বিদ্যালয়, ছেপটখালী মদীনাতুল উলুম দাখিল মাদরাসা, ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনখালী চাকমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়৷

উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম চৌধুরী, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম, ১নং জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান  নুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি উখিয়া উপজেলা শাখার সভাপতি  লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক  লুৎফুর রহমান মানিকসহ অসংখ্য নেতৃবৃন্দ৷ প্রত্যেকে এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এবং শিক্ষার্থী মোটিভেশনাল বক্তৃতা প্রদান করেন৷

ছেপটখালী তরুণ ছাত্র সংঘ’র সভাপতি মোঃ মিজানুর রহমান সর্বপ্রথম অত্র সংগঠনের উপদেষ্টা ও সমন্বয়ক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যাদের সার্বিক সহযোগিতায় আজকের এত সুন্দর আয়োজন সক্ষম হয়েছে৷ উপস্থিত সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, তিনি বলেন “সময় আসে সময় যায়, দিন দিন আশানুরূপ শিক্ষার উন্নতি বোধহয় হচ্ছে না৷ তাই আমরা শিক্ষা ক্ষেত্রে একটি বাৎসরিক বাজেট চাই, যাতে শিক্ষামূলক বিভিন্ন সেমিনার ও ডিবেট এবং প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে পারি” ছেপটখালী তরুণ ছাত্র সংঘ’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ বলেন, “মহামারীর এই প্রাদুর্ভাবে অধ্যয়ন থেকে অসংখ্য শিক্ষার্থী ছিটকে পড়েছে, অধিকাংশ শিক্ষার্থী খারাপ পথে ঝুঁকে পড়েছে৷ এই কুইজ প্রতিযোগিতা হউক অধ্যয়ন বিমুখ শিক্ষার্থীদের পড়ালেখায় ফেরার উপকরণ এবং মাধ্যম”