বার্তা পরিবেশকঃ
কক্সবাজারে কেক কেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলীরজাহালস্থ সংগঠনে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি।
তিনি ছিলেন বাঙ্গালী জাতির পিতা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন, সুপানন্দ বড়ুয়া, ফাহমিদা আইরিন,ফরিদুল আলম, রিদুয়ানুল হক, স্বপন কুমার মল্লিক, রূপন বড়ুয়া, মোঃ সোহেল, সুজন চন্দ্র দে, সাজ্জাদ, তুহিন ইমরান মিয়াজী, করিমা আক্তার প্রমুখ।
জেলা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে, স্বাধীনতার ধারক বাহক। তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন
বলেই আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে এগিয়ে নিতে সকল কর্মীকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সংস্কৃতিসেবীদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানান নীলিমা আক্তার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালী।