প্রেস বিজ্ঞপ্তি:
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানিয়েছে কক্সবাজারের তরুণরা।

আজ বিশ্বব্যাপী জলবায়ু সংকট বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাবিশ্বের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে আয়োজিত জলবায়ু অবরোধে এ দাবি তুলেন কক্সবাজারের তরুণরা।

সৈকতনগরী কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত এ জলবায়ু অবরোধে নেতৃত্ব দেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক মকবুল আহমেদ।

সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে আয়োজিত এ জলবায়ু অবরোধে অংশগ্রহণ করেন কক্সবাজার এর সর্বস্তরের তারুণ্য ও সাধারণ মানুষ।

এতে বক্তারা বলেন, সারা পৃথিবী জলবায়ু পরিবর্তন এর সংকট মোকাবেলা করছে। ২১০০ সাল নাগাদ ১.৫ ডিগ্রি তাপমাত্রা না কমাতে পারলে ভবিষ্যতে মানব প্রজন্ম হুমকির মুখে পড়বে। বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশগত সংকট থেকে বাংলাদেশ কে বাঁচাতে সবুজ জলবায়ু তহবিল থেকে নায্য বরাদ্দ দিতে হবে।

বক্তারা আরো বলেন, কক্সবাজার জলবায়ু পরিবর্তন এর সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। কক্সবাজার কে বাঁচাতে হলে টেকসই উন্নয়ন এর বিকল্প নেই। সরকারকে দ্বিচারিতা বন্ধ করে টেকসই উন্নয়ন এর জন্য কাজ করতে হবে।

বক্তারা কক্সবাজারেরর শুকনাছড়িতে ৭০০ একর জমি বরাদ্দের প্রতিবাদ করেন। তারা বলেন বন ও জীববৈচিত্র্যের জন্য হুমকি এমন সব প্রকল্প বাতিল করতে হবে।

কক্সবাজার এর সমুদ্র সৈকত রক্ষায় টেকসই পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা আহবান জানান।

সিইএইচআরডিএফ এর এর ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(তৃণমূল) ও জলবায়ু অবরোধ আয়োজক কমিটির আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(সমন্বয়) আব্দুল মান্নান রানা।

এতে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(নেতৃত্ব) মিজানুর রহমান, ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(নিয়ন্ত্রণ) রমজান আলী, কুতুবদিয়া সার্কেল ডেপুটি কো-অর্ডিনেটর আবু সালেহ, মনীষা সমন্বয়ক নাসিমা আকতার পিংকি, স্টুডেন্ট ফোরাম সমন্বয়ক আসিফুজ্জামান সাজিন, ইয়ুথ ফোরাম সমন্বয়ক হুমায়ুন কবির, বড় মহেশখালী ফোরাম সমন্বয়ক ফরহাদ আলম।

সভাশেষে আয়োজিত লংমার্চ কক্সবাজার সৈকত পরিভ্রমণ করে। লংমার্চে অংশগ্রহণ করেন সিইএইচআরডিএফ, শুকনাছড়ি রক্ষা আন্দোলন, রোটারী ক্লাব অব কক্সবাজার সৈকত।

এতে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর জনশক্তি ব্যুরো সহযোগী সমন্বয়ক রেজাউল হায়াত রেজা, সম্পাদক(অর্থ) নারী বিভাগের সহকারী সম্পাদক জেসমিন সুলতানা, সহকারী সম্পাদক(প্রচার) নাসির উদ্দীন সোহেল, মহেশখালী সার্কেল ডেপুটি কো-অর্ডিনেটর বেলাল খান, সিইএইচআরডিএফ ব্লাড ডোনেশন সেন্টার সমন্বয়ক মোহাম্মদ ইমরান প্রমূখ।