শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় নির্বাচনি সহিংসতায় আরও একটি মামলা করেছে প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান।

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে কুতুবদিয়া থানায় অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জনের বিরুদ্ধে বাদী হয়ে এ মামলাটি করেন। যাহার মামলা নং-০৬/২১ইং

এজাহার সূত্রে জানা যায়, আলী আকবার ডেইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড তবলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১০০ থেকে ২০০ জন লোক অস্ত্রশস্ত্রে নিয়ে প্রবেশ করে ব্যালট ও ব্যালট বাক্স ছিনতাই প্রিসাইডিং অফিসার উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা আরও বেপরোয়া ভাবে ইটপাটকেল,
রড়,লাঠি,দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ উপর এলোপাতাড়ি আঘাত করে।

এসময়, এক পুলিশ সদস্য নায়ক বাবুল আক্তার আঘাত প্রাপ্ত হন। প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান দ্বায়িত্ব পুলিশকে শার্টগান থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি করার নিদের্শ দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, আলী আকবার ডেইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড তবলেচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছে।
সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।