রাশেদুল ইসলাম:

হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা শাখার উদ্যোগে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স চলছে৷

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ককসবাজার লালদীঘি জামে মসজিদে ১ম দিনের মত দ্বিতীয় দিনের সকাল ৯টা থেকে তিলাওয়াতের মাধ্যমে কোর্স শুরু হয়৷

তিলাওয়াত করেন রামু জামিয়াতুল উলুম মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান, হুফফাজ জেলা শাখার প্রশিক্ষক ক্বারী হুমায়ুন রশীদ। উদ্বোধনী বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস ফরাজি।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন বায়তুল মুআজ্জিন জামে মসজিদ এর ইমাম  মাওলানা মুফতী নুরুল মোস্তফা, বিমান বন্দর জামেমসজিদ এর  খতীব মাওলানা আতাউল করীম, মাদরাসা আন নুরের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুরশেদ, ঢাকা থেকে আগত দারুল আরক্বম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ ফরিদ বিন মোস্তফা, শুরুতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি শায়খ ক্বারী ইলিয়াস লাহোরী।

প্রশিক্ষণ প্রদান করেন দারুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক,শায়খ ক্বারি জহিরুল হক। শায়খ ক্বারী সাইফুল্লাহ কাসেমী । বাদ মাগরিব শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন লালদীঘি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  শাহ আলম সাহেব। সৌজন্য স্বাক্ষাত করে সম্মানিত হন  ওয়াহিদ মুরাদ সুমন।

পরিচালনা করেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজ রিদওয়ানুল কবির, যুগ্মসাধারণ সম্পাদক হাফেজ মিসবাহ উদ্দিন প্রমুখ।