মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রধানমন্ত্রী’র মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস ৩ দিনের সফরে আগামী রোববার ২৬ সেপ্টেম্বর কক্সবাজার আসছেন।

প্রধানমন্ত্রী’র মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস রোববার বেলা ১ টার দিকে সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন তিনি বেলা ২ টায় শুকনোছড়িতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ফর পাবলিক এডমিনিস্ট্রেশন’ (BSMAPA) এর জন্য বরাদ্দ নেওয়া ৭০০ একর জমি পরিদর্শন করবেন। বেলা ৩ টায় কক্সবাজার সার্কিট হাউসে কক্সবাজার জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল সকাল সাড়ে ১০টায় সরকারের এই শীর্ষ কর্মকর্তা টেকনাফের সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোনে গিয়ে প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন। মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় ৩ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মূখ্য সচিবের একান্ত সচিব মোহাম্মদ আফজাল হোসেন প্রেরিত সফরসূচিতে জানা গেছে।