শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুতুবদিয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার জানান, আগামীকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

কুতুবদিয়া উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৪টি ভোট কেন্দ্রে ২৩০টি কক্ষে ভোট প্রয়োগ করবেন ৮৭ হাজার ৫৮২ জন ভোটার। কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৩৩ জন। এছাড়াও ইউপি সদস্য পদে পুরুষ ২২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন নির্বাচন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ জন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন, র‌্যাবের, বিজিবি, কোস্ট গার্ডের, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।