নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিল। শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরে (জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়) অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে মোট ৫০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট বাপ্পী শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দীপক দাশ পেয়েছেন ১৫ ভোট তাছাড়া সাধারন সম্পাদক পদের দুই প্রার্থী সমান ভাবে ২৩ ভোট করে পেলে সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত মতে যৌথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবলা পাল ও সাংবাদিক বলরাম দাশ অনুপম। তাদের মধ্যে লটারির মাধ্যমে উভয়ই ১ বছর করে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১ম বছর বাবলা পাল, ২য় বছর সাংবাদিক বলরাম দাশ অনুপম। তাছাড়া সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী অরূপ দে পেয়েছেন ২ ভোট। ২ টি ব্যালটে সাধারন সম্পাদক পদে কোন ভোট না দিয়ে খালি রেখে দেয় ভোটারেরা। কাউন্সিল অধিবেশনের দায়িত্ব পালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, স্বপন পাল (নাজির), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, সরূপম পাল পাঞ্জু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধরসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।