মোঃনুরুল হক সিকদার:
রামুতে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ তোফায়েল (১৯) নামের সিএনজি-অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারে ব্যবহ্নত একটি সিএনজি-অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।

তোফায়েল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গা পাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামু উপজেলার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ ইয়াবা সহ তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা করে প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১১টায় একটি সিএনজি অটোরিকশাকে থামানো সংকেত দেয়। ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১২ কার্ডে এবং ১ প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন।

আটক সিএনজি চালককে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।