পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মতবিনিময়

শান্তিপূর্ণ ও নিশ্চিদ্র নিরাপত্তায় উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০৫:২৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এম.এ আজিজ রাসেল
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা বিভীষণ কান্তি দাশ, সদর উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ।
সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য। এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সুষ্ঠুভাবে পুজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে।
বিকালে জেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. রকীব, সদর মডেল থানার ওসি মুনীর-উল-গীয়াস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রতন দাশ, বিপুল সেন, প্রিয়তোষ শর্মা চন্দন, ডা. চন্দন দাশ, সাংবাদিক দীপক শর্মা দিপু ও বেন্টু দাশ।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারে সব ধর্মের মানুষের সৌহার্দপূর্ণ বসবাস। সম্প্রীতির এই বন্ধন বিনষ্ট করতে কুচক্রী মহল নানান অপচেষ্টা চালায়। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধ কর্মকাণ্ড রোধে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বিভিন্ন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।