রামু, সদর ও ঈদগাঁও উপজেলা পূজা কমিটির কাউন্সিল ১৭ সেপ্টেম্বর

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জেলায় ২৯৯ মন্ডপে শারদীয় দুর্গোৎসব হবে

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৭:২৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বলরাম দাশ অনুপম:

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জেলাব্যাপি এবার শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পাশাপাশি সব ধরণের ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় পূজা উদ্যাপন পরিষদের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্তও নেয়া হয়েছে। এরমধ্যে অন্যতম হলো উপজেলা কাউন্সিল। আগামী ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) ৩টি উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় রামু কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে রামু উপজেলা, বিকাল ৪টায় ব্রাহ্ম মন্দিরে নবগঠিত ঈদগাঁও উপজেলা ও একই স্থানে সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কাউন্সিলর অনুষ্ঠিত হবে। সভায় জানানো হ এবার জেলায় ২৯৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্টিত হবে।
সভার শুরুতে মেজর জেনারেল (অব:) সিআর দত্ত, এডভোকেট দিলীপ কুমার আচার্য্য, এডভোকেট শৈরন্দ্রে নাথ মজুমদার, অর্ধেন্দু দেব রায়, সত্যজিত সেন বাচ্ছু, বিভূতি শর্মা, সুভাষ পাল, সুকুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার সুশীল, সুনীল বরন দাশ, সন্তোষ দাশ, আরতী বালা দাশ, কাঞ্চন বালা দাশ, পেঠান চন্দ্র নাথ, মিনু রানী শর্মা, মানিক প্রতিম পাল, নিরঞ্জন বিহারী শর্মা, ঝর্না পাল, লালন ধর, অনিল কান্তি নাথ, বেবী দাশ, তেজেন্দ্র দাশ, সাধন দাশ ও বিকাশ কান্তি দেসহ যারা পরলোকগমন করেছেন সকলের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্যে রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সমীর পাল, মানস দাশগুপ্ত, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, স্বপন পাল, বিপুল সেন, সুদাম দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, স্বরুপম পাল পাঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, কর্মকর্তা কাজল পাল, ডা: চন্দন কান্তি দাশ, ডা: পরিমল দাশ, স্বপন দাশ, অধ্য প্রিয়তোষ শর্মা, দিলীপ কুমার ধর, দীপক দাশ, রতন কান্তি দে, দ্বিপ্তি শর্মা, বলরাম দাশ অনুপম, কক্সবাজার পৌরসভার সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলার আহবায়ক সনজিত চক্রবর্তী, সদস্য সচিব মিটন পাল, যুগ্ম আহবায়ক অশোক আচার্য্য, পরিতোষ দত্ত, রামু উপজেলার আহবায়ক তপন মল্লিক, চকরিয়া উপজেলার সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পেকুয়া উপজেলার সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, মহেশখালী উপজেলার সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, কুতুবদিয়া উপজেলার সভাপতি অধ্যাপক সমীর দাশ, টেকনাফ উপজেলার সাংগঠনিক সম্পাদক ননা শীল। এই শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংসদ সদস্যবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করা হয়।