অনলাইন ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ফেসবুক, ইউটিউবসহ আন্তর্জাতিক অনলাইনে প্রকাশিত কোনো কনটেন্ট সরিয়ে ফেলার সক্ষমতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নেই।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে অনলাইন থেকে বিভিন্ন ব্যক্তির আপত্তিকর ভিডিওগুলো সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। বিটিআরসি কী করতে পারে তা স্পষ্ট করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার কনটেন্ট অপসারণের ক্ষমতা বিটিআরসির নেই। বিটিআরসি কেবল টেলকো অপারেটর ও আইএসপিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এক রকমের অসহায়ত্ব বোধ করি। তারা তাদের মতো করে কমিউনিটি স্ট্যান্ডার্ড বানায়, আমরা তাদের কৃপার ওপর নির্ভরশীল। সেটা আমাদের মেনে নিতে হবে। তবে আমরা আশ্বস্ত করতে পারি, ফেসবুকের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।

তিনি আরও বলেন, কনটেন্ট বন্ধ বা সরানোর সক্ষমতা বিটিআরসির নেই। যে জায়গায় কাজ করার সক্ষমতা রাখি না, তার দায় আমাদের ওপর দিলে অবিচার হবে। যারা আইন-আদালতের কাছে যান তারা আমাদের অবস্থাটা বুঝবেন।

– আরটিভি