এম.এ আজিজ রাসেল :
শহরের ঘোনার পাড়ার শংকরমঠ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের সদস্যরা।

এই অবস্থায় এসব মানুষের পাশে দাড়িয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। রবিবার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কম্বল ও শাড়ি তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

তিনি বলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ লাঘবে এগিয়ে আসা। পর্যায়ক্রমে তাদের বাড়ি নির্মাণসহ স্বাভাবিক জীবন যাপনে ফিরতে সবধরনের সহায়তা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রাজ বিহারি দাশ, কাউন্সিলর জাহেদা আক্তার, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, বলরাম দাশ অনুপম ও দীপ্তি শর্মা।