সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যশীল নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ চর্চার মাধ্যমে ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ নবগঠিত ঈদগাঁও উপজেলাকে একটি শান্তি, সম্প্রীতি, নিরাপদ, দুর্নীতি-বৈষম্যমুক্ত, পরিবেশ-প্রকৃতি, পর্যটনবান্ধব, উন্নত সমৃদ্ধ, আধুনিক ও পরিকল্পিত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও গঠনকল্পে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর ইন্টারনেটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সম্মিলিত নাগরিক ফোরাম প্রতিষ্ঠার আন্দোলনে সহযোদ্ধা হিসেবে মুল্যবান পরামর্শ ঐতিহ্যবাহী জনপদ ঈদগাঁও’কে একটি বাসযোগ্য, নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে যুগান্তকারী ভুমিকা রাখবে।

সভায় সুশীল নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম সিকদার ও লেখক ও সাংবাদিক কাফি আনোয়ার সবিনয় অনুরোধ জানিয়েছেন।