আব্দুস সালাম, টেকনাফ:
উখিয়ার বালুখালী এলাকায় এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবাসহ সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার সকালে উখিয়া উপজেলার বালুখালী নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সৈয়দ নুর বালুখালী এলাকার মৃত নুর আহমদের ছেলে।
আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা।
তিনি জানান,শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,উখিয়া বালুখালী সৈয়দ নুরের বাড়িতে মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে।
এমন তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে টেকনাফ বিশেষ জোনের একটি টিম বালুখালী এলাকায় অভিযানে যায়।
ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ হাজার ইয়াবাসহ সৈয়দ নুরকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তিকে জিজ্ঞেসাবাদে শাকেরসহ ৪জন সিন্ডিকেট সদস্যের নাম প্রকাশ করে এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানায়।
তিনি আরো জানান,এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।