মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ২১ আগস্ট কক্সবাজারের ২ টি প্রতিষ্ঠানে মোট ৫৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৪৬ জনের নমুনা টেস্ট করে ৪৬ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৩৬ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
আবার একইদিন কক্সবাজার জেলা সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন পদ্ধতিতে নমুনা টেস্ট করে ৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে আজ শনাক্ত হওয়া ৪৬ জন করোনা রোগীর মধ্যে ৭ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৩৯ জন সকলেই কক্সবাজারের রোগী।
তারমধ্যে, ৯ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া সদর উপজেলায় ২১ জন, রামু উপজেলার ২ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলার ২ জন এবং মহেশখালী উপজেলার ১ রোগী রয়েছে।
এনিয়ে, আজ ২১ আগস্ট পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-২১ হাজার ১১ জন। এগুলো ছাড়া কক্সবাজারের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে র্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে শনিবার করোনা শনাক্ত হওয়া রোগীও রয়েছে। যা প্রতিদিন জেলার করোনা শনাক্ত হওয়া রোগীর মোট সংখ্যা নিরূপণে যোগ হবে।
এদিকে, গত ১৯ আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন ২৪৭ জন। তারমধ্যে, ৩১ জন রোহিঙ্গা শরনার্থী। একইসময়ে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৯৪ জন করোনা রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮’৭৪% ভাগ। গত ১৯ আগস্ট নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ছিল শতকরা ১৭’১৭ ভাগ।