এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের নামাযে জানাযা বুধবার বাদে আছর সিকদার পাড়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাযে জানাযায় সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। জানাযা পূর্বোত্তক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেন, নোবেল দলের একজন পরিক্ষিত কর্মী। তাকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। তারা যতই প্রভাবশালী হউক। এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আসতেই হবে। নোবেলের ঘাতকদের দ্রুত গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশে দিয়েছেন। এছাড়া নোবেলের স্ত্রী ও ২ সন্তানের দায়িত্ব নিজে কাঁধে নিয়েছেন। জানাযা নামাযে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শোকাহত মানুষ অংশগ্রহণ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোঃ যুবায়ের নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে দাবী করেছেন, প্রকৃত ঘাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।