প্রেস বিজ্ঞপ্তি: ১৬ আগস্ট ২০২১ ইং তারিখ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২১ তে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম Zoom platform এ ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে।

বিশ্বদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রস্টিজ এর চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন আহমদ সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, বিশ্বদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, বিশ্বদ্যালয়ের ডিন সহযোগী অধ্যাপক ড. খান সরফরাজ আলী।

বিশ্বদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তামান্না নওরীন আজম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের নবীন ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিভাগীয় প্রধানগন নবীন ছাত্র-ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও বরন করে নেন এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দদের পরিচয় করিয়ে দেন।

অনুস্টানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুল হক, বি এইচ টি এম বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান অরূপ রতন সাহা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফাইসাল, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শরিফ হোসাইন সকল বিভাগের শিক্ষক শিক্ষিকাগন।