সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জেএমবির জঙ্গিরা। তৎকালিন বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জেএমবি’র নেতৃত্বে এ ঘটনা ঘটায়। তারা দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল বলেই দেশের মানুষ বিএনপি-জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত ১৭ আগস্টের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, এডভোকেট তাপস রক্ষিত, এটিএম জিয়াউদ্দিন জিয়া, ড.নুরুল আবছার, পৌর আওয়ামী লীগ নেতা আসিফ উল মওলা, শাহনেওয়াজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।
সভার শুরুতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কুতুবদিয়ার সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবীর মৃত্যুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।