টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের শাহপরীরদ্বীপের তরুণ আলেম হাফেজ মাওলানা মোঃ জামাল হোছাইনের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার (১৩ আগষ্ট) “সত্যের ডাক” নামক সামাজিক সংগঠনের কর্মসূচিতে মসজিদের ইমাম, সাধারন মুসল্লী ও বিভিন্ন ছাত্ররা অংশ গ্রহণ করেন।
শাহপরীরদ্বীপ বড় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এইচ এম আতিক এর সঞ্চালনায় খতমে কুরআন পূর্বক দোয়া মাহফিলে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন, নতুন পল্লান পাড়া মাদরাসা মানারুল ফোরকান এর পরিচালক হাফেজ এনাম উল্লাহ, জামিয়া আহমদিয়া বাহরুল উলুম (শাহপরীরদ্বীপ বড় মাদ্রাসার) মুহতামিম মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, সাবেক শিক্ষক হাফেজ খুরশেদ আলম মুসা, সাংবাদিক মুহাম্মদ জুবাইর, দারুল আফনানের শিক্ষক হাফেজ ফারুক আজীজ, সওতুল হেরা সোসাইটির সভাপতি হাফেজ মুহাম্মদ উল্লাহ রিয়াদ, শাহপরীরদ্বীপ বড় মাদ্রাসার শিক্ষক মাওঃ মন্জুরুল আলম, মাওঃ শফিউল কামাল, মাদরাসা রিয়াদুল জান্নাহ’র পরিচালক হাফেজ ইয়াহিয়া কলিম, সত্যের ডাক সংগঠনের সভাপতি মাওঃ রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হাসান, মরহুমের বড় ভাই মাষ্টার ইমাম হোছাইন, সহপাঠী মাওলানা একরাম কবির প্রমুখ। এছাড়া মাদরাসা দারুল ঈমান এর পরিচালক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবদুল্লাহ, সৌদি প্রবাসী মাওলানা আবদুর রহিমসহ স্থানীয় মসজিদের ইমাম ও খতিব এবং মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তার শিশু, কিশোর ও জীবনের বিভিন্ন স্মৃতি উপস্থাপন করেন। তার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
হাফেজ মাওলানা মোঃ জামাল হোছাইন শাহপরীরদ্বীপ বড় মাদ্রাসায় হিফজ ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসায় মাধ্যমিক শিক্ষা ও দারুল উলুম হাটহাজারী মাদরাসায় উচ্চতর শিক্ষা (তাকমিল) সম্পন্ন করেন। পড়া লেখা শেষে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া রাহমানিয়া তালিমুল কুরআন মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হ।

গত ৮ আগষ্ট রবিবার ভোররাতে আকস্মিক মারা যান হাফেজ মাওলানা মোঃ জামাল হোছাইন।