মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালে যাঁরা ভারতের তৈরি এ্যাসট্রেজেনেকার সেরাম ইনষ্ঠিটিউটের কোভিশিল্ড টিকা প্রথম ডোজ দিয়েছিলেন তাঁদেরকে মঙ্গলবার ১০ আগস্ট থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হচ্ছে। তাঁদের দ্বিতীয় ডোজের টিকা সেন্টার স্থাপন করা হয়েছে কক্সবাজার পৌর প্রিপ্যারেরটরী উচ্চ বিদ্যালয়ে।

কক্সবাজার সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারী হতে ৩১ মার্চ পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা মঙ্গলবার ১০ আগস্ট, ১ এপ্রিল হতে ১০ এপ্রিল পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা বুধবার ১১ আগস্ট, ১১ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা বৃহস্পতিবার ১২ আগস্ট, ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা শুক্রবার ১৩ আগস্ট, ১ মে হতে ১০ মে পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা শনিবার ১৪ আগস্ট, ১১ মে হতে ২০ মে পর্যন্ত যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা সোমবার ১৬ আগস্ট এবং ২১ মে হতে আরো যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-তাঁরা সকলে মঙ্গলবার ১৭ আগস্ট কক্সবাজার পৌর প্রিপ্যারেরটরী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে সিভিল সার্জন অফিস থেকে অনুরোধ করা হয়েছে।

কক্সবাজার পৌর প্রিপ্যারেরটরী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে শুধুমাত্র কক্সবাজার সদর উপজেলা, ঈদগাঁও উপজেলা ও কক্সবাজার পৌরবাসী যাঁরা কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন-শুধুমাত্র তাদেরকেই সিডিউল অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত ২য় ডোজ টিকা দেওয়া হবে।

কোভিশিল্ড ছাড়া অন্য কোন টিকা পৌর প্রিপ্যারেরটরী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে প্রদান করা হবে না। ২য় ডোজ ছাড়া কোন ১ম ডোজ টিকাও এই কেন্দ্রে দেওয়া হবে না। ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালের কেন্দ্র ছাড়া
অন্য কোন কেন্দ্রের নিবন্ধনকারী এই টিকা নিতে পারবেন না।

এদিকে, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেছেন, দেশের নির্দিষ্ট বয়সের সকল নাগরিকদের করোনা প্রতিরোধক ভ্যাকসিনের আওতায় আনতে সরকার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এর আওতায় কক্সবাজারে যাঁরা কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ দিতে পারেননি, তাঁদের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জেলা শহরে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট টিকা কেন্দ্র ও কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় টিকা কেন্দ্র ২ টিতে চলমান টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে যাঁরা আগে কোভিশিল্ড টিকা প্রথম ডোজ নিয়েছিলেন তাঁরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একইসময়ে কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

কক্সবাজার পৌর প্রিপ্যারেরটরী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে সিডিউল অনুযায়ী কোভিশিল্ড দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় শৃংখলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস.এম নওশেদ রিয়াদ।