হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের দমদমিয়া চেকপোস্টে মোটর সাইকেল তল্লাশী করে ১০ হাজার ৬৯৮ টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় হ্নীলা পুরান বাজারের মোঃ পারভেজ নামে এক মাদক কারবারীকে পলাতক আসামি করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ৪ আগষ্ট সকাল পৌনে ৮টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা টেকনাফ হতে হ্নীলাগামী একটি মোটর সাইকেল আসতে দেখে তল্লাশীর জন্য থামাতে বলে। চালক মোটর সাইকেলটি আনুমানিক ২০ গজ দূরে রেখে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তখন বিজিবি জওয়ানেরা মোটর সাইকেলটি তল্লাশী করে সীট কভারের নীচে এবং তেলের টাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ৩২ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা মূল্যমানের ১০ হাজার ৬৯৮ পিস ইয়াবা উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ফুলের ডেইল এলাকার শাহ জাহানের পুত্র মোঃ পারভেজকে (৩০) পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেল টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।