প্রেস বিজ্ঞপ্তি:
করোনা সংক্রমণের কারণে টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন, ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ব্র্যান্ডিং কক্সবাজার ও ফেইম ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত আটটার দিকে কক্সবাজার শহরের হোটেল সাগরগাঁওর সামনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্র্যান্ডিং কক্সবাজারের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয়, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা ডালিম বড়ুয়া,জেলা শ্রমিকশ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লা আনসারী।ফেইম ফাউন্ডেশনের অধ্যাপক ওমর ফারুক, হারুন অর রশীদ, মুবিনুল হক,সাহেদ ইসলাম সহ ব্র্যান্ডিং কক্সবাজার ও ফেইম ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দরা।
সরকারী বিধিনিষেধের আগামী ১৪ দিন করোনা সংক্রমণের কারণে টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন, ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা এসব খাবার সরবরাহ থাকবে।