হেলাল উদ্দিন, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় মুজিব বর্ষের ঘর ও লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আনোয়ার হোছন (২৫) নামে এক প্রতারককে আটক করে পুলিশকে হস্তান্তর করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। আটককৃত প্রতারক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপি’র ঝিমংখালী এলাকার উলা মিয়ার পুত্র।

মঙ্গলবার (৩ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলার মুজিব বর্ষের ঘর ও লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে হ্নীলা নাটমোরা পাড়ার কবির আহমদের পুত্র সলিম ও মোহাম্মদ মালেকের পুত্র রফিক কৌশলে টাকা আদায় করে। পরে তার আচরণ সন্দেহ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে খবর দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছে ঐ প্রতারণাকে আটক করে পরিষদে নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে প্রতারক আনোয়ার মুজিব বর্ষের ঘর ও লেট্রিন দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। পরে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে এনজিও হাইসাওয়ার প্রকল্প কর্মকর্তা- টেকনিক্যাল মো: এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।