বলরাম দাশ অনুপম :
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, বন্যাদুর্গত লোকজনদের পাশে রয়েছে প্রশাসন। বন্যায় ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও বন্যার্ত দের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

ইউএনও মিল্টন রায় সোমবার (২ আগষ্ট) বিকেলে ঝিলংজা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এনজিও এমএসআই এর সহযোগিতায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের পরিচালনায় উক্ত ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম চৌধুরী, নাছির উদ্দীন এমইউপি, ছলিমুল হক এমইউপি , জেলা ছাত্রলীগের সহ সভাপতি কায়ছারুল আলম চৌধুরী মুন্না, আ,লীগ নেতা আব্দুল আজিজ, মোহাম্মদ ইউনুছ , প্রবাসী আব্দুল্লাহ, মেঝবাউল আলম চৌধুরী, আবদুর রহিম, সাইফুল ইসলাম সফরু, নূরুল আবছার, মোহাম্মদ উল হক, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিনসহ এন জিওর প্রতিনিধিবৃন্দ ।