মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ এর হোয়াইক্যং বিটের মংলা জাইন চাকমার ঘোনা এলাকার বনের অভ্যন্তরে একটি মা হাতি বাচ্চা প্রসব করেছে। সোমবার ২ আগস্ট বাচ্চাটি প্রসব করে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মা এবং বাচ্চা হাতি দু’টোই সুস্থ আছে। বন বিভাগ কর্তৃপক্ষ মা ও বাচ্চা হাতির চলাচল নির্বিঘ্ন রাখতে হোয়াইক্যং রেঞ্জ সিপিজি সদস্যদের নিয়ে সেখানে পাহারার ব্যাবস্থা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, উখিয়া-টেকনাফের বনভূমিতে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরনার্থী ৩৪ ক্যাম্পের মাধ্যমে বসতি গড়ে তোলায় বন্য হাতির আবাসস্থল ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বন্য হাতির প্রজনন হ্রাস পাচ্ছে ও খাদ্যের অভাবে বন্য হাতি গুলো প্রায় সময় লোকালয়ে চল আসে।