ইমাম খাইর, সিবিএন:
লকডাউনের ৯ম দিনে শনিবার (৩১ জুলাই) সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কক্সবাজার জেলায় অভিযান চালানো হয়েছে।

জেলা শহর ও উপজেলাসমূহ মিলে পৃথক ২৪টি অভিযানে মোট ৮৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪১,২৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনগণকে সতর্কও করেছেন অভিযানকারীরা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা এ তথ্য জানিয়েছেন।

তার তথ্য মতে, জরিমানাপ্রাপ্তদের মধ্যে কক্সবাজার পৌর এলাকায় ৪৫ জন ২৩,৬০০ টাকা, সদরে ৫জন ৯০০ টাকা, কুতুবদিয়ায় ৮ জন ১,৮৫০ টাকা, মহেশখালী ৫ জন ৪,৯০০টাকা, রামু ১১ জন ৭,৬০০টাকা, উখিয়া ৩জন ১,৪০০ এবং টেকনাফে ৬ জন ১০০০ টাকা।

উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে লকডাউন শুরু।

লকডাউনের প্রথম দিন ১৩৬ জনকে ৬৪ হাজার ৪৫০ টাকা, দ্বিতীয় দিন ১৩৭ জনকে ৫৭ হাজার ৬০০ টাকা, তৃতীয় দিন ২৩৩ জনকে ১,৪৮,৫৪০ টাকা, চতুর্থ দিন ২০১ জনকে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা, পঞ্চম দিনে ৮৮ জনকে মোট ৫৬ হাজার ৮৫০ টাকা, ষষ্ঠ দিনে ৫১ জনকে ২৭ হাজার টাকা, ৭ম দিনে ১০৫ জনকে ৭০,৯৫০ টাকা এবং ৮ম দিন ৯০ জনকে ৪০,৩৫০ টাকা জরিমানা করা হয়।

৩০ জুলাই পর্যন্ত ৮দিনে ১,০৪১ জনের নিকট থেকে ৬ লক্ষ ৩ হাজার ৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।