মহেশখালী সংবাদদাতা:
মহেশখালীতে সাম্প্রতিক প্রবল বর্ষণে পাহাড় ধসে বাড়িঘর বিধ্বস্ত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকার দুস্থ অসহায় মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তা হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে মহেশখালী উপজেলা প্রশাসন ৪৭ মেট্রিক টন চাল, ২৫০ প্যাকেট শুকনো খাবার, ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন।
গতকাল ৩০ জুলাই মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গত তিনদিন ধরে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, পৌর মেয়র আলহাজ মকছুদ মিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার কালারমারছড়া মাতারবাড়ি শাপলাপুর, কুতুবজোম ও বড় মহেশখালীতে পাহাড়ধসে ও ঢলের পানিতে বেশ কিছু বাড়িঘর ও রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ধসে মারা গেছে দুইজন।