এম,আবদুল্লাহ আল মামুন, রামু:
রামুতে প্রায় ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকালে পুর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের সীমানায় বসানো জালে সাপটি আটকা পড়ে।
পরে সেটি স্থানীয়  যুবক আবদুচ্ছালামের সহায়তায় পার্শ্ববর্তী বাদইজ্জা কুমস্থ সমাজিক বনায়নে অবমুক্ত করা হয়।
স্থানীয় সমাজসেবক জাফর আলম জানান, গত ২ দিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বাঁকখালী নদীতে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। হয়তো সে কারণে সাপটি আবাসস্থল হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। প্রায় ২০ কেজি ওজনের সাপটি উজান থেকে ভেসে আসে।
বাঘখালী বিট কর্মকর্তা রবিউল হাসান জানান, বিরল প্রজাতির স্বর্নালী রঙ্গের অজগরটি জাতীয় সম্পদ। সাপটি অবমুক্ত করায় বেশ ভালো হয়েছে।