জাহাঙ্গীর আলম,টেকনাফ :

কক্সবাজার টেকনাফ উপজেলা প্রশাসন ও পুলিশ, বিজিবি, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড  ২৩ জুলাই থেকে  সার্বক্ষনিক মাঠে আছে  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকর  করতে।

লকডাউনের তৃতীয় দিনে আজ ২৫ জুলাই টেকনাফ সদর সহ হ্নীলায় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২১হাজার ৫০০টাকা অর্থদণ্ড করা হয়েছে।

টেকনাফ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, গতকাল ২৩ জুলাই থেকে দেশ জুড়ে শুরু হওয়া লকডাউন কার্যকরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে সর্বসাধারণকে সচেতন থাকার এবং লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজও টেকনাফ সদর সহ হ্নীলায় অভিযান চালিয়ে ২১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।