শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়াঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব ঘোষিত পবিত্র ঈদুল আযাহার দুইদিন পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট ১৪ দিনের দিনের সর্বাত্তক লকডাউন।

তার দ্বিতীয় দিনে সকাল থেকে কুতুবদিয়া চলছে না কোনো পরিবহন। সড়কে মানুষের চলাচলও তেমন নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কুতুবদিয়া উপজেলাতে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। উপজেলার মোড়ে মোড়ে পুলিশের মোবাইল চেকপোস্ট। অপ্রয়োজনে রাস্তায় আসা লোকজনদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। উপজেলা বিভিন্ন স্থানে চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুতুবদিয়ায় থানামোড়ে টহলরত নৌবাহিনীর গাড়ী দেখা যায়। প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের মাঠে রয়েছে।

জরুরি সেবা, খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।