শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়াঃ
লকডাউনের প্রথম দিনে কুতুবদিয়ায় ১৪টি মামলায় ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: নুরের জামান চৌধুরী।

এসময় কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আরাফাত বিন আনোয়ার চৌধুরীর নেতৃত্বে নৌবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট খোলা, টমটম, মোটরসাইকেল চালানো ও বাজারে জমায়েত করার দায়ে পথচারীদের এ অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: নুরের জামান চৌধুরী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। সতর্ক থাকুন। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন।