মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য যারা কক্সবাজার জেলা সদর হাসপাতালকে টিকা সেন্টার হিসাবে রেজিষ্ট্রেশন করেছেন ও করবেন তাদেরকে আগামী ২৪ জুলাই শনিবার থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের পরিবর্তে কক্সবাজার নার্সিং ইনস্টিটিউটে এই টিকা দেওয়া হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. সুমন বড়ুয়া ১৯ জুলাই ভ্যাকসিন গ্রহীতার উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারী করে স্থান পরিবর্তনেরএ তথ্য জানিয়েছেন।

একটি সুত্র জানিয়েছে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে টিকা গ্রহনে আগ্রহীদের রেজিষ্ট্রেশন আশাতীতভাবে বেড়ে গেছে। কিন্তু কক্সবাজার জেলা সদর হাসপাতালে সে অনুযায়ী টিকা প্রদানের বুথ না থাকায় পর্যাপ্ত টিকা মজুদ সত্বেও রেজিষ্ট্রেশনকারীদের জ্যাম লেগে যাচ্ছে। তাই প্রতিদিন আরো অধিক সংখ্যক টিকা দেওয়ার কথা চিন্তা করে ও হাসপাতালে টিকা গ্রহনকারীদের ভীড় এড়াতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ টিকা প্রদানের বুথ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে সুত্রটি জানিয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের অভ্যন্তরে বর্তমানে চালু থাকা বুথের তুলনায় কক্সবাজার নার্সিং ইনস্টিটিউটে আরো কয়েকগুণ টিকা বুথ বাড়ানো হবে বলে জানা গেছে।