প্রেস বিজ্ঞপ্তি :
করোনা মহামারিতে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউস বন্ধ থাকায় বেকার হয়েছে এসব প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারি।

তাই এবার এসব হোটেল শ্রমিক ও কর্মচারিদের মানবিক সহায়তার আওতায় আনতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার (২০ জুলাই) এক হাজার শ্রমিক ও কর্মচারিকে প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

জানা যায়, কোভিড ১৯ এর কারণে কক্সবাজারে কর্মহীন আবাসিক হোটেল শ্রমিক ও অন্যান্য সহায়ক কর্মচারি এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদানের শুকনা ও অনান্য খাবার বরাদ্দ প্রদান করে সরকার।

যা মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বরে প্রধানমন্ত্রীর এসব উপহার হোটেল শ্রমিক ও কর্মচারিদের মধ্যে বিতরণ করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এসব উপহার তাদের মাঝে বিতরণ করবেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।