রেজাউল করিম রেজা :
আগামী কাল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখী হচ্ছে চির প্রতিদ্বন্ধী আর্জেন্টিনা-ব্রাজিল। এই ফাইনাল সামনে নিয়ে বাংলাদেশের ফুটবলপাগল মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের বিভক্ত হয়ে পড়েছেন। বিভক্ত হয়ে পড়েছেন দেশের শোবিজ তারকারাও। তাদের কেউ আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুকে ছবি পোস্ট করে প্রিয় দলকে জানাচ্ছেন শুভ কামনা। কোনো তারকা আবার ব্রাজিলের জার্সি গায়ে ছবি পোস্ট করে জয়ের জন্য আশাবাদ ব্যক্ত করছেন।

তবে এ বিষয়ে চোপ আছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তিনি আর্জেন্টিনা না ব্রাজিল? কোন দলের খেলা পছন্দ তার? কোপা আমেরিকার এবারের ফাইনালে কোন দলকে সমর্থন করছেন তিনি? অনলাইনে এবং অনলাইনের বাইরে প্রিয় নায়ককে ঘিরে এমন প্রশ্ন রাখছেন। কিন্তু শাকিব খান চুপ। কোনো বিবৃতি দিয়ে জানাননি তিনি আসলে কোন দলের সমর্থক।

ভক্তদের এমন প্রশ্ন সরাসরি করা হয়েছিলো ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ককে। তিনি দিলেন কৌশলী উত্তর। বললেন, ‘মেসি তো ফুটবল বিশ্বের সুপারস্টার। তার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলপ্রেমি সবাই। নেইমারও অসাধারণ খেলে। রোনালদিনহুর খেলাও পছন্দ। আর দল হিসেবে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের খেলাই আমার ভালো লাগে। দুই দলই তো ফুটবল নৈপূণ্যে ভরপুর। তাই এই দুই দল যখন মুখিমুখি হয় তখন কিছুটা বিপাকে পড়ে যাই। তবে তাদের খেলা উপভোগ করি।

বাংলাদেশ সময় সকাল ছয়টায় হবে কোপা আমেরিকার ফাইনাল। শাকিব খান জানালেন, তিনিও ফাইনাল খেলা দেখবেন। পাশাপাশি ভক্তদের আহ্বান করলেন তারা যেনো খেলাকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটান।