রাশেদুল ইসলাম:

কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ৷ তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

আজ শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের খোনকার পাড়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাসান নামের এক ব্যক্তির বসত বাড়িতে টেকনাফ থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে থানার চৌকস পুলিশ অফিসার এসআই হোসাইন, এস আই আব্দুল বাতেন এর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷

ওসি মোঃ হাফিজুর রহমান এ প্রতিবেদক কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ হাসান নামের এক ব্যক্তির বসত বাড়িতে ইয়াবা মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই হোসাইন, এস আই আব্দুল বাতেন এর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে তাহার বাড়ির খাটের নিচ অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ৷

এ সময় বাড়ির মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়৷

বাড়ির মালিক মোঃ হাসান কে না পাওয়ায় পালাতক আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ হাফিজুর রহমান৷